নববিন্দু
বৃত্ত আঁকার জন্য নিন্মের ধাপগুলো অনুসরণ করতে হবে
১. যে
কোন একটি ত্রিভুজ ABC আঁকতে হবে
২.
বাহুগুলোর মধ্য বিন্দু L , M, N অঙ্কন করি
৩.
শীর্ষ বিন্দুগুলো থেকে বিপরীত বাহুর লম্ব পাদবিন্দু D , E ,F অঙ্কন করি । C , D
; B , F;
A, E যোগ করি । ফলে CD, BF , AE লম্বত্রয় পরস্পরকে H বিন্দুতে ছেদ করল।
৪. AH, BH, CH এর
মধ্য বিন্দুত্রয় X, Y, Z অঙ্কন
করি।
৫. L,M,N,D,E,F,X,Y, Z, বিন্দুগুলো একটি নববিন্দু বৃত্ত গঠন করবে
এটাই
হচ্ছে নববিন্দু বৃত্ত
নববিন্দু
বৃত্তের কেন্দ্র নির্ণয় করার জন্য LMN ত্রিভুজ এঁকে এর পরিবৃত্ত আঁকতে হবে
EmoticonEmoticon