কি ও কী এর ব্যবহার

আমরা অনেকেই কি ও কী-এর সঠিক ব্যবহার জানি না। প্রথমেই দেখা নিই এ সম্পর্কিত প্রমিত বানানরীতিটা কী। 

প্রমিত নিয়ম ২.০১-এ বলা হয়েছে : 

"সর্বনাম পদরূপে এবং বিশেষণ ও ক্রিয়া-বিশেষণ পদরূপে 'কী' শব্দটি ঈ-কার দিয়ে লেখা হবে। যেমন : কী করছ? কী পড়ো? কী খেলে? কী আর বলব? কী জানি? কী যে করি! তোমার কী। এটা কী বই? কী করে যাব? কী বুদ্ধি নিয়ে এসেছিলে। কী আনন্দ! কী দুরাশা! 
অন্য ক্ষেত্রে অব্যয় পদরূপে ই-কার দিয়ে কি শব্দটি লেখা হবে। যেমন : তুমিও কি যাবে? সে কি এসেছিল? কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী।" 

বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে (পরিমার্জিত সংস্করণ ডিসেম্বর ২০০০, পৃষ্ঠা ২৬১) দেয়া আছে এ রকম : 

"কি, কী [কি] সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া বিশেষণ রূপে স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হলে ঈ-কার, যেমন- 'কী রূপ' (কিন্তু 'কিরূপে')। সর্বনাম কোন বস্তু; কোন বিষয়ে (তুমি কী খাবে?) অব্যয় ১। সংশয়সূচক; প্রশ্নবোধক শব্দ (তুমি কি যাবে?)। ২। অথবা; কিংবা (কি শীত কি গ্রীষ্ম)। বিশেষণ, ক্রিয়া বিশেষণ ১ কোন্ রকমের (কী জিনিস?)। ২। কেমন (কী করে এ কথা বললে?)। ৩। কতো (কী আনন্দ!)" 

'কিভাবে' বানানটি অনেকেই 'কীভাবে' লিখে থাকেন। কিন্তু ব্যবহারিক অভিধানে এই শব্দটা নেই, তবে বানান অভিধানে 'কিভাবে' হিসেবেই শব্দটা দেয়া আছে বলে আমার মনে হয় 'কীভাবে' বানানটি ভুল। 

কিনা- একসঙ্গে লেখা। টাকা দেবে কিনা জানি না। 
নাকি- একসঙ্গে লেখা। পাগল নাকি? 
কিরে- একসঙ্গে লেখা। কিরে, ভাত খাবি নে? 
কিসে (কী থেকে, কী জন্য)- একসঙ্গে লেখা। কিসে কী হলো। 

এবার তাহলে আমার সন্দেহ দূর করুন; কোন্ টা সঠিক? 

যাব কি যাব না, ভেবে পাই না। 

নাকি, 

যাব কী যাব না, ভেবে পাই না। 



1 comments:


EmoticonEmoticon