বাংলা সাহিত্যের ইতিহাস,প্রচীন যুগ

চর্যাপদের ভাষাঃ


চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত- এ বিষয়ে কোনও সন্দেহ নাই। কতিপয় গবেষক চর্যাপদের ভাষা প্রাচীন বাঙ্গালা মেনে নিয়েই এ ভাষাকে সান্ধ্য ভাষা / সন্ধ্যা ভাষা / আলো আঁধারের ভাষা বলেছেন।
অধিকাংশ ছন্দাসিক একমত – চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

চর্যাপদের কবিদের নাম, জীবনকাল ও সাহিত্যকর্মঃ
নাম
জীবনকাল
 সাহিত্যকর্ম
শরবীপা
আনুমানিক ৬৮০খ্রি: থেকে ৭৬০খ্রি:
চর্যাগীতির ২টি পদ, (২৮,৫০ সংখ্যক পদ)
কাহ্নপা
আনুমানিক ৭০০খ্রি: থেকে ৮০০খ্রি: বা অষ্টম শতাব্দ(জন্মস্থান-উরিষ্যা)
চর্যাগীতির ১৩টি পদ (২৪ নং পদটি রচয়িতা কিনা তা পাওয়া যায় নি
লুইপা
আনুমানিক ৭৩০খ্রি: থেকে ৮১৯খ্রি:
চর্যাগীতির ২টি পদ,(,২৯সংখ্যক পদ)
ডোম্বীপা
আনুমানিক ৭৯০খ্রি: থেকে ৮৯০খ্রি:
চর্যাগীতির ১ম পদ(১৪ সংখ্যক পদ)
সহরপা
আনুমানিক ১০০০খ্রি: থেকে ১০৩০খ্রি:
চর্যাগীতির ৪টি পদ (২২,৩২,৩৮,৩৯ সংখ্যক পদ)



EmoticonEmoticon